বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি

৩৩৫ পদে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে ৩৩৫ পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র সরকারি হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে।

আবেদন শুরু হবে ২৭ মার্চ ২০২৫ থেকে, যা চলবে ১৬ এপ্রিল ২০২৫ বিকাল পাঁচটা পর্যন্ত। নিচে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের এই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত তথ্য, আবেদনের নিয়ম এবং আরো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।

৩৩৫ পদে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি

আসসালামু আলাইকুম। কেমন আছেন? শারীরিকভাবে ভালো থাকলেও একজন বেকারের মানসিকভাবে ভালো থাকাটা হয়ে ওঠে না। আমিও আপনার মতোই একজন বেকার এবং চাকরিপ্রার্থী।

গত ২৪ মার্চ ২০২৫ তারিখে ১৩৩০ পদের পল্লী দারিদ্র্য বিমোচনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এরপর, ২৫ মার্চ ২০২৫ তারিখে পল্লী দারিদ্র্য বিমোচনের আওতায় সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আপনি যদি বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি সম্পন্ন করে থাকেন, তাহলে এই পদে আবেদন করতে পারবেন।

আমি ১৩৩০ পদের পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তিতে “পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা” পদে আবেদন করতে পারলেও, এই বিজ্ঞপ্তি অনুযায়ী বাণিজ্য বিভাগে পড়াশোনা না করার কারণে এই পদে আবেদন করতে পারছি না।

চলুন, এই নিয়োগ বিজ্ঞপ্তির শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল, আবেদনের নিয়ম এবং আবেদনের ফি পরিশোধ সংক্রান্ত বিস্তারিত সকল কিছু আপনার সাথে শেয়ার করি।

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন নিয়োগের এক নজরে গুরুত্বপূর্ণ সকল তথ্যসমূহ

চলুন, এই নিয়োগ বিজ্ঞপ্তির সমস্ত প্রসেস ও বিস্তারিত বিষয় জানার আগে এর একটি সারসংক্ষেপ, অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক নজরে নিচের টেবিল থেকে দেখে নিই।

সেক্টর পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন
চাকরির ধরণ সরকারি
পদসংখ্যা ৩৩৫ টি
বয়সসীমা ১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান
আবেদন শুরু ২৭ মার্চ ২০২৫
আবেদনের শেষ তারিখ ১৬ এপ্রিল ২০২৫
আবেদনের লিংক PDBF TeleTalk
পিডিএফ সার্কুলার PDBF Circular

পদ সম্পর্কে তথ্য

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ৩৩৫ জন নিয়োগের এই পদের নাম সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, যার বেতন স্কেল গ্রেড-১১, অর্থাৎ ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা।

এই পদের কাজ হচ্ছে শুধুমাত্র হিসাব সংরক্ষণ করার ক্ষেত্রে সাহায্য করা। বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দারা এই পদে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সরকারি হিসাবরক্ষণ কর্মকর্তা পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে বাণিজ্য বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি সম্পন্ন করতে হবে।

তবে শর্ত হচ্ছে, শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এবং হিসাব ব্যবস্থাপনায় অবশ্যই দক্ষ হতে হবে।

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি - ১ম পাতা
“পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি – ১ম পাতা”
৩৩৫ পদে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - শেষ পাতা
“৩৩৫ পদে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – শেষ পাতা”

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে হিসাব সংরক্ষক কর্মকর্তা পদে আবেদন করার নিয়ম

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ৩৩৫ পদের নিয়োগ বিজ্ঞপ্তির সমস্ত তথ্য এখানে তুলে ধরেছি। এখন মূল প্রশ্ন হলো, আবেদন কিভাবে করবেন?

চলুন, আমি যেভাবে মোবাইল থেকে আবেদন করি, সেই প্রসেসটি আপনাকে দেখিয়ে দিই।

  • পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর ৩৩৫ পদের নিয়োগ বিজ্ঞপ্তির সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আবেদন করার জন্য ভিজিট করুন PDBF Teletalk ওয়েবসাইটে।
  • এখানে দেখতে পাবেন দুইটি অ্যাডভার্টাইজমেন্ট এবং একটি অ্যাপ্লিকেশন ফর্ম অপশন রয়েছে।
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে আবেদন করার নিয়ম - ১ম ধাপ
“পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে আবেদন করার নিয়ম – ১ম ধাপ”
  • এখানে দ্বিতীয় এডভার্টাইজমেন্ট আপনি চাইলে দেখে নিতে পারেন, এই বিজ্ঞপ্তিতে ৩৩৫ জনের নিয়োগ সম্পর্কে উল্লেখ করা হয়েছে।
  • যাইহোক, আবেদন করার জন্য Application Form বাটনে ক্লিক করুন।
  • এরপর সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এই অপশনটি সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে হিসাব সংরক্ষক পদে আবেদন - ২য় ধাপ
“পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে হিসাব সংরক্ষক পদে আবেদন – ২য় ধাপ”
  • এরপর অল জবস এর প্রিমিয়াম মেম্বার কিনা সেটা জিজ্ঞেস করা হবে।
  • যদি প্রিমিয়াম মেম্বার না হয়ে থাকেন, তাহলে এখানে “No” সিলেক্ট করুন, Next বাটনে ক্লিক করতে হবে।
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে অনলাইনে আবেদন - ৩য় ধাপ
“পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে অনলাইনে আবেদন – ৩য় ধাপ”
  • প্রিমিয়াম মেম্বার বলতে, আপনি যদি ঘন ঘন সরকারি চাকরির জন্য আবেদন করেন, তাহলে অল জবস এর সাইটে গিয়ে আপনার তথ্যগুলো প্রদান করে সাবস্ক্রাইব করতে হবে, যেখানে বিভিন্ন মেয়াদে ফি প্রদান করে প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়া যায়। প্রিমিয়াম মেম্বার হলে আপনাকে একটি ইউজার আইডি প্রদান করা হবে, যেটি এখানে প্রদান করলে আপনার তথ্যগুলো অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে।
  • যাই হোক, পরবর্তী ধাপে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে।
  • অ্যাপ্লিকেশন ফর্ম এর বেসিক ইনফরমেশন সেকশনের অনেকগুলো তথ্য দিতে হবে, তথ্যগুলো ভালোভাবে পূরণ করুন।
PDBF Job Application - ৪র্থ ধাপ
“PDBF Job Application – ৪র্থ ধাপ”
  • এরপর অ্যাড্রেস সেকশনে বর্তমান এবং স্থায়ী ঠিকানা প্রদান করুন।
How to Apply for PDBF Job - ৫ম ধাপ
“How to Apply for PDBF Job – ৫ম ধাপ”
  • এরপর আপনার কাজ হচ্ছে শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো পূরণ করা। এসএসসি, এইচএসসি এবং গ্রাজুয়েট লেভেলের তথ্যগুলো ভালোভাবে প্রদান করুন।
৩৩৫ পদে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে আবেদন - ৬ষ্ঠ ধাপ
“৩৩৫ পদে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে আবেদন – ৬ষ্ঠ ধাপ”
  • যদি আপনি মাস্টার্স করে থাকেন, তাহলে মাস্টার্স সেকশনে টিক চিহ্ন দিয়ে তথ্যগুলো পূরণ করতে পারেন।
  • এরপর আপনার যদি কোনো জব এক্সপেরিয়েন্স থাকে, তাহলে সেটিও উল্লেখ করতে পারেন।
  • এরপর সবার নিচে আপনি রোবট কিনা সেটি ভেরিফাই করার জন্য একটি ভেরিফিকেশন কোড লেখা থাকবে। এই কোডটি ডান পাশে বক্সে বসিয়ে দিন।
৩৩৫ পদে হিসাব সংরক্ষক কর্মকর্তা পদে আবেদন করার নিয়ম - শেষ ধাপ
“৩৩৫ পদে হিসাব সংরক্ষক কর্মকর্তা পদে আবেদন করার নিয়ম – শেষ ধাপ”
  • এরপর সবার নিচে একটি চেকবক্স থাকবে, এটিতে টিক চিহ্ন দিয়ে Submit বাটনে ক্লিক করুন।
  • আচ্ছা, এখন আমাদের প্রাথমিক তথ্যগুলো দেওয়া শেষ।
    পরবর্তী ধাপে আপনি যে তথ্যগুলো পূরণ করেছেন তার একটি প্রিভিউ দেখা যাবে। খুব ভালোভাবে চেক করে দেখুন কোথাও কোনো তথ্য ভুল আছে কিনা। ভুল থাকলে সেটি সংশোধন করে নিন।
  • যদি আপনার দেওয়া সব তথ্য ঠিক থাকে, তাহলে Next বাটনে ক্লিক করুন।
  • আবেদন করার শেষ ধাপ হিসেবে এই পর্যায়ে আপনাকে আপনার ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে।
  • আবেদন করার পূর্বেই আপনার ছবি ৩০০×৩০০ এবং সিগনেচার ৩০০×৮০ সাইজ করে নিতে হবে। এটাও খেয়াল রাখতে হবে, ছবির সাইজ যেন ১০০ কিলোবাইটের নিচে থাকে এবং স্বাক্ষরের সাইজ যেন ৬০ কিলোবাইটের নিচে থাকে।
  • তাহলে ছবি আপলোড করা হয়ে গেলে, এখানে Submit বাটনে ক্লিক করে আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এবং আপনি একটি ইউজার আইডি পাবেন যেটা দিয়ে ফি পরিশোধ করতে হবে।

আবেদনের ফি পরিশোধ করার নিয়ম

আমাদের আবেদন ফরম পূরণ করা শেষ। তবে, এই আবেদনটি গৃহীত হওয়ার জন্য অবশ্যই আবেদন করার সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আবেদনের ফি পরিশোধ করতে হবে।

  • সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আবেদন করার জন্য মোট ১৬৮ টাকা যে কোনো টেলিটক প্রিপেইড সিম কার্ডের মাধ্যমে জমা দিতে হবে।
  • আবেদনের ফি পরিশোধ করার জন্য নিচের প্রক্রিয়াটি অনুসরণ করুন:
  • প্রথমে আপনার যেকোনো একটি টেলিটক প্রিপেইড সিম কার্ড থেকে টাইপ করুন
    • PDBF <space> User ID এবং মেসেজটি পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
  • মেসেজটি পাঠিয়ে দেওয়ার কিছুক্ষণ পর আপনার ফোনে উক্ত নাম্বার থেকে একটি এসএমএস চলে আসবে, যেখানে একটি পিন উল্লেখ করা থাকবে। এরপর, আপনার মেসেজ বক্সে প্রবেশ করে টাইপ করুন:
    • PDBF<space> YES <space> PIN এবং মেসেজটি পুনরায় 16222 নাম্বারে পাঠিয়ে দিন।
  • এরপর আপনার ফোনে একটি কনফার্মেশন এসএমএস চলে আসবে এবং আপনার ফি যে সফলভাবে সম্পন্ন হয়েছে, এটি মেসেজে উল্লেখ থাকবে।

 

ওকে, এটাই হচ্ছে আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া। এভাবেই আপনি যেকোনো সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বাংলাদেশের যেকোনো সরকারি, বেসরকারি, এনজিও, ব্যাংক জব কিংবা ডিফেন্স জবের নিয়োগ বিজ্ঞপ্তি এবং যেকোনো আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।

ধন্যবাদ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *