৩৯ পদে সিভিল সার্জনের কার্যালয় চুয়াডাঙ্গাতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয়ে ৩৯ টি শুন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন শুরু হবে ১৫ এপ্রিল ২০২৫ সকাল ১০ টা থেকে ৫ মে ২০২৫ বিকেল ৪ ঘটিকা পর্যন্ত।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইটে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেখানে পদের নাম, পদ সংখ্যা , গ্রেড (জাতীয় বেতন স্কেল- ২০১৫ অনুযায়ী), শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এসব তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

৩৯ পদে সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ৩৯ টি শূন্য পদ থাকা সাপেক্ষে চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত ১৬ গ্রেড ভুক্ত (৩য় শ্রেণি) স্বাস্থ্য সহকারি পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্যাবলি

যে কোন প্রতিষ্ঠানে আবেদন করার আগে সেই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী জেনে রাখা একান্ত প্রয়োজন। নিচে একটি টেবিলের মাধ্যমে আমরা উক্ত বিষয়সমূহ তুলে ধরবো।

সেক্টর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
চাকরির ধরণ সরকারি
মোট পদ ৩৯ টি
বয়সসীমা ১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস
আবেদন শুরু ১৫ এপ্রিল ২০২৫
আবেদনের শেষ তারিখ ৫ মে ২০২৫
আবেদনের লিংক http://cschuadanga.teletalk.com.bd/
অফিসিয়াল ওয়েবসাইট https://cs.chuadanga.gov.bd/

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পদসমূহ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সাধারণত বাংলাদেশের সকল সিভিল সার্জন কার্যালয়গুলো পরিচালিত হয়। চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের ভেরিফাইড ওয়েবসাইট থেকে ৬ এপ্রিল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে প্রকাশিত হওয়া গুরুত্বপূর্ণ তথ্য সমূহ আমরা নিম্নে আলোচনা করবো যা আপনাদের এই বিজ্ঞপ্তিতে প্রকাশ হওয়া পদ সংখ্যা, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে জানতে সহায়তা করবে।

স্বাস্থ্য সহকারীঃ

  • বেতন স্কেল: গ্রেড ১৬ (৯৩০০-২২৪৯০)
  • পদ সংখ্যা: ৩৯ টি
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

 

 

 

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি (1)
“চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি – ১ম পাতা”
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি (2)
“চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি – ২য় পাতা”
৩৯ পদে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি (3)
“৩৯ পদে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি – ৩য় পাতা”
সিভিল সার্জন কার্যালয় চুয়াডাঙ্গা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (4)
“সিভিল সার্জন কার্যালয় চুয়াডাঙ্গা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – ৪র্থ পাতা”
Chuadanga Civil Surgeon Office Job Circular 2025 - ৫ম পাতা
“Chuadanga Civil Surgeon Office Job Circular 2025 – ৫ম পাতা”

[Chuadanga Civil Surgeon Office Job Circular 2025 PDF Download]

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় চাকরির আবেদন পদ্ধতি

বাংলাদেশের প্রতিটি মন্ত্রণালয়ের অধিভুক্ত কার্যালয়ে আবেদনের জন্য কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়। উক্ত পদ্ধতির অনুসরণ ছাড়া আপনি সঠিকভাবে আবেদন করতে পারবেন না। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহজলভ্যতা ও সম্প্রসারণের সুবাদে সকল চাকরি বিজ্ঞপ্তি সমূহ এখন সরকারি ও বেসরকারি বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

চাকুরী প্রত্যাশীগণ ঘরে বসেই ওয়েবসাইট ভিজিট করে বিজ্ঞপ্তি সমূহ যেমন সহজেই দেখতে পারে তেমনি কোনরকম ভোগান্তি ছাড়াই হাতের স্মার্টফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে কিছু পদ্ধতি অনুসরণ করেই চাকরির আবেদন করতে পারে। নিচে আমরা আবেদন পদ্ধতি বিস্তারিত তুলে ধরবো।

সর্বপ্রথম আগ্রহী প্রার্থীগণ http://cschuadanga.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করবেন।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় চাকরির আবেদন পদ্ধতি
“চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় চাকরির আবেদন পদ্ধতি – ১ম ধাপ”

এরপর application form (click here to apply online) এ প্রবেশ করবো।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় চাকরির আবেদন পদ্ধতি
“চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় চাকরির আবেদন পদ্ধতি – ২য় ধাপ”

এরপর health assistant (স্বাস্থ্য সহকারী) পদটি সিলেক্ট করে নেক্সট ক্লিক করি।

সিভিল সার্জন কার্যালয় চুয়াডাঙ্গা চাকরির আবেদন পদ্ধতি
“সিভিল সার্জন কার্যালয় চুয়াডাঙ্গা চাকরির আবেদন পদ্ধতি – ৩য় ধাপ”

যদি আপনার কাছে টেলিটক প্রিমিয়াম মেম্বার নাম্বার থাকে তাহলে আপনি ইয়েস ক্লিক করবেন। সাধারণত খুব কম মানুষের কাছেই প্রিমিয়াম মেম্বার থাকে তাই আমরা নো সিলেক্ট করলাম।

সিভিল সার্জন চুয়াডাঙ্গা কার্যালয়ে চাকরির আবেদন পদ্ধতি
“সিভিল সার্জন চুয়াডাঙ্গা কার্যালয়ে চাকরির আবেদন পদ্ধতি – ৪র্থ ধাপ”
  • এরপর প্রথমে আবেদনকারীর নাম বাংলায় ও ইংরেজিতে পূরণ করতে হবে। তারপর পিতা-মাতার নাম বাংলায় ও ইংরেজিতে পূরণ করতে হবে। এরপর সঠিক জন্ম তারিখ পূরণ করতে হবে। জন্ম নিবন্ধন সনদ/ জাতীয় পরিচয় পত্রে এবং এসএসসি ও এইচএসসি সনদে উল্লেখ থাকা জন্মের তারিখ-মাস -বছর পুরোপুরি মিল থাকতে হবে। বয়স প্রমাণের জন্য কোন এফিডেফিট গ্রহণযোগ্য না।১৫/৪/২০২৫ খ্রিস্টাব্দের মধ্যে অবশ্যই প্রার্থীকে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। এরপর আপনার ধর্ম, লিঙ্গ, জাতীয় পরিচয়পত্র নাম্বার, পাসপোর্ট থাকলে পাসপোর্ট নাম্বার, বৈবাহিক অবস্থা, মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস, কোটা এবং ডিপার্টমেন্টাল স্ট্যাটাস পূরণ করতে হবে।
সিভিল সার্জন চুয়াডাঙ্গা কার্যালয়ে চাকরির আবেদন পদ্ধতি ২০২৫
“সিভিল সার্জন চুয়াডাঙ্গা কার্যালয়ে চাকরির আবেদন পদ্ধতি ২০২৫ – ৫ম ধাপ”
  • এরপর প্রার্থীকে তার বর্তমান ঠিকানার গ্রাম বা মহল্লা, জেলা উপজেলা/থানা, পোস্ট অফিস এবং পোস্ট কোড পূরণ করতে হবে। যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে Same as permanent address এ ক্লিক করতে হবে। আর ভিন্ন হলে স্থায়ী ঠিকানা আবার পূরণ করতে হবে।
  • যেকোনো চাকরির ক্ষেত্রেই বর্তমানে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই প্রয়োজন। তাই চাকরির প্রার্থীকে তার এসএসসি পরীক্ষার রোল নাম্বার, বিভাগ, বোর্ড, ফলাফল এবং পাশের বছরটি উল্লেখ করতে হবে।
Chuadanga Civil Surgeon Office Job Application Process 2025
“Chuadanga Civil Surgeon Office Job Application Process 2025 -৬ষ্ঠ ধাপ”
  • এরপর এইচএসসি পরীক্ষার রোল নাম্বার, বিভাগ, বোর্ড, ফলাফল এবং পাশের বছরটি উল্লেখ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে অনার্স অথবা সমমানের বিশ্ববিদ্যালয়, পাশের বছর, ডিপার্টমেন্ট, ফলাফল এবং কোর্সের সময় পূরণ করতে হবে। আপনি মাস্টার্স পাশ করলে সেই তথ্যগুলো পূরণ করতে পারবেন।
Chuadanga Civil Surgeon Office Job Online Application 2025
“Chuadanga Civil Surgeon Office Job Online Application 2025 – শেষ ধাপ”
  • যদি আপনার উক্ত কাজে কোন পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে আপনি কোন প্রতিষ্ঠানে কোন পদে চাকরি করেছেন, প্রতিষ্ঠানের ঠিকানা এবং কতদিন আপনি সেই প্রতিষ্ঠানে কাজ করেছেন সেই সকল তথ্য সমূহ ওয়েবসাইটে পূরণ করতে পারবেন। এরপর স্ক্রিনে থাকা সিকিউরিটি কোডটি পূরণ করে সাবমিট করুন।
  • এরপর আপনার দেওয়া তথ্যগুলো আবার আপনার সামনে প্রদর্শন করা হবে যদি আপনি কোন ভুল করে থাকেন তাহলে সেগুলো সংশোধনের একটি সুযোগ দেওয়া হবে।
  • এরপর ছবি এবং স্বাক্ষর দেওয়ার জন্য নিচে একটি বক্স থাকবে।  ছবির (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০) পিক্সেল করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
  • প্রার্থী অনলাইনে আবেদনকৃত ফরমের একটি রঙিন কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

আবেদন ফরমের নিচে দেখবেন ইউজার আইডি দেওয়া আছে। এই ইউজার আইডির মাধ্যমে পরবর্তীতে আবেদনের ফি পরিশোধ করতে হবে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে।

পেমেন্ট পদ্ধতি

বর্তমানে সকল সরকারি চাকরি পরীক্ষার পেমেন্ট আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে টেলিটক সিম ব্যবহার করেই করতে পারবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার নম্বর দেওয়া হবে এবং ইউজার নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্মোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকা সহ মোট (অফেরতযোগ্য) ১১২ টাকা ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। অনলাইনে আবেদন পত্র পূরণ করা হলেও পেমেন্ট করার পূর্বে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

প্রথম এসএমএস

CSCHUADANGA<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: CSCHUADANGA ABCDEF send to 16222.

Reply: applicant’s name, Tk.112 will be charged as application fee. Your pin is XXXXXXXX. To pay fee Type CSCHUADANGA <space> Yes<space>PIN and send to 16222 নম্বরে।

দ্বিতীয় এসএমএস

CSCHUADANGA<space>Yes<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: CSCHUADANGA YES 123445678

Reply SMS: congratulations applicant’s Name, payment complete successfully for CSCHUADANGA application for (post name) user ID is  (ABCDEF) and password (XXXXXXXX)

প্রবেশপত্র ডাউনলোড

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://cschuadanga.teletalk.com.bd অথবা চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে (শুধুমাত্র যোগ্যপ্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

উপসংহার

বর্তমানে বাংলাদেশের চাকরির বাজার অনেক প্রতিযোগিতামূলক হলেও আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন এবং যদি কঠোর অধ্যাবসায় থাকে তাহলে আপনি আপনার পছন্দের চাকরিটি পেয়ে যাবেন।

সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি বিজ্ঞপ্তি পেতে EinfoBD ওয়েবসাইটটি ফলো করুন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *