পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি

৯৯ পদে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধিভুক্ত একটি সরকারি প্রতিষ্ঠান। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সবার নিকট বিদ্যুৎ সরবরাহ করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

৯৯ পদে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি ভেরিফাইড ওয়েবসাইট থেকে (https://pgcb.gov.bd/) ২২-০৪-২৫ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন শুরু হবে ২৭ এপ্রিল ২০২৫ এবং শেষ হবে ২২ মে ২০২৫।

এই পেজের বিষয়বস্তু

৯৯ পদে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি ‌দেশব্যাপী বিদ্যুৎ পরিচালনা, সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত।  এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অবশ্যই প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা ও কাঙ্খিত বিষয় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

পাওয়ার গ্রিড পিএলসিতে আবেদনের জন্য আপনার বয়স ন্যূনতম ১৮ এবং সর্বোচ্চ ৩২ হতে হবে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

যে কোন প্রতিষ্ঠানে চাকরি আবেদনের জন্য সর্বপ্রথম সে প্রতিষ্ঠান সম্পর্কে মৌলিক জ্ঞান রাখা প্রয়োজন। তাই পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আমরা একটি টেবিলের মাধ্যমে উপস্থাপন করবো:

সেক্টর পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি
চাকরির ধরণ 
সরকারি
মোট পদ ৯৯ টি
বয়সসীমা ১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান (৮ম-১১তম গ্রিড), এইচএসসি বা সমমান (১৪তম-১৫তম গ্রিড)
আবেদন শুরু ২৭ এপ্রিল ২০২৫
আবেদনের শেষ তারিখ ২২ মে ২০২৫
আবেদনের লিংক https://powergrid.teletalk.com.bd/
অফিসিয়াল ওয়েবসাইট https://pgcb.gov.bd/

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি পদসমূহ

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএসসিতে প্রকাশিত হওয়া নিয়োগ বিজ্ঞপ্তির পদ সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সহ বিস্তারিত তথ্যসমূহ আলোচনা করা হলো।

জুনিয়র সহকারি ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট)

  • বেতন স্কেলঃ গ্রিড ৮ (৩৫০০০)
  • পদ সংখ্যাঃ ২ টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিং/ফাইন্যান্স এন্ড ব্যাংকিং/এআইএস বিষয়ে স্নাতক/বিবিএ/বিবিএস পাস।
  • আবেদন যোগ্যতাঃ গ্রিডিং পদ্ধতিতে ৫.০০ স্কেলের মধ্যে ন্যূনতম ৩.৫ থাকতে হবে। সিজিপিএ ন্যূনতম ৪.০০ স্কেলের মধ্যে ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনে কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
  • কম্পিউটার কাজে অবশ্যই দক্ষ হতে হবে।

জুনিয়র হিসাব সহকারি

  • বেতন স্কেলঃ গ্রিড ১১ (২৩০০০)
  • পদ সংখ্যাঃ ২ টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিং/ফাইন্যান্স এন্ড ব্যাংকিং/এআইএস বিষয়ে স্নাতক/বিবিএ/বিবিএস(সম্মান) পাস।
  • আবেদন যোগ্যতাঃ গ্রিডিং পদ্ধতিতে ৫.০০ স্কেলের মধ্যে ন্যূনতম ২.৮২ থাকতে হবে। সিজিপিএ ন্যূনতম ৪.০০ স্কেলের মধ্যে ২.২৫ থাকতে হবে। শিক্ষাজীবনে কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
  • কম্পিউটার কাজে অবশ্যই দক্ষ হতে হবে।

জুনিয়র ব্যক্তিগত সচিব

  • বেতন স্কেলঃ গ্রিড ১১ (২৩০০০)
  • পদ সংখ্যাঃ ৬ টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতক/(সম্মান) পাস।
  • আবেদন যোগ্যতাঃ গ্রিডিং পদ্ধতিতে ৫.০০ স্কেলের মধ্যে ন্যূনতম ২.৮২ থাকতে হবে। সিজিপিএ ন্যূনতম ৪.০০ স্কেলের মধ্যে ২.২৫ থাকতে হবে। শিক্ষাজীবনে কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
  • কম্পিউটার কাজে অবশ্যই দক্ষ হতে হবে।

জুনিয়র প্রশাসনিক সহকারী/জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী

  • বেতন স্কেলঃ গ্রিড ১১ (২৩০০০)
  • পদ সংখ্যাঃ ৪ টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতক/(সম্মান) পাস।
  • আবেদন যোগ্যতাঃ গ্রিডিং পদ্ধতিতে ৫.০০ স্কেলের মধ্যে ন্যূনতম ২.৮২ থাকতে হবে। সিজিপিএ ন্যূনতম ৪.০০ স্কেলের মধ্যে ২.২৫ থাকতে হবে। শিক্ষাজীবনে কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
  • কম্পিউটার কাজে অবশ্যই দক্ষ হতে হবে।

জুনিয়র নিরাপত্তা পরিদর্শক

  • বেতন স্কেলঃ গ্রিড ১১ (২৩০০০)
  • পদ সংখ্যাঃ ৪ টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতক/(সম্মান) পাস।
  • আবেদন যোগ্যতা: গ্রিডিং পদ্ধতিতে ৫.০০ স্কেলের মধ্যে ন্যূনতম ২.৮২ থাকতে হবে। সিজিপিএ ন্যূনতম ৪.০০ স্কেলের মধ্যে ২.২৫ থাকতে হবে। শিক্ষাজীবনে কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
  • সামরিক বাহিনীর অবসর প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • কম্পিউটার কাজে অবশ্যই দক্ষ হতে হবে।

কেয়ার টেকার

  • বেতন স্কেলঃ গ্রিড ১৪ (১৫৫০০)
  • পদ সংখ্যাঃ ১ টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস।
  • আবেদন যোগ্যতাঃএসএসসি/সমমান ও এইচএসসি/সমমান ৫.০০ স্কেলের মধ্যে ন্যূনতম ২.০০ থাকতে হবে।
  • কম্পিউটার কাজে অবশ্যই দক্ষ হতে হবে।

ষ্টেশন  অ্যাটেনডেন্ট

  • বেতন স্কেলঃ গ্রিড ১৫ (১৪৫০০)
  • পদ সংখ্যাঃ ৩০ টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস।
  • আবেদন যোগ্যতাঃএসএসসি/সমমান ও এইচএসসি/সমমান ৫.০০ স্কেলের মধ্যে ন্যূনতম ২.০০ থাকতে হবে।
  • কম্পিউটার কাজে অবশ্যই দক্ষ হতে হবে।

নিরাপত্তা প্রহরী

  • বেতন স্কেলঃ গ্রিড ১৫ (১৪৫০০)
  • পদ সংখ্যাঃ ৫০ টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস।
  • আবেদন যোগ্যতাঃএসএসসি/সমমান ও এইচএসসি/সমমান ৫.০০ স্কেলের মধ্যে ন্যূনতম ২.০০ থাকতে হবে।
  • সামরিক বাহিনীর অবসর প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ ৩২ ইঞ্চি হতে হবে।
  • কম্পিউটার কাজে অবশ্যই দক্ষ হতে হবে।
পাওয়ার-গ্রিড-বাংলাদেশ-পিএলসিতে-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৫
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির আবেদন পদ্ধতি

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএসসি সারা দেশব্যাপী বিদ্যুৎ এর জাতীয় গ্রিড পরিচালনা, সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত। অন্যান্য সরকারি চাকরির মত পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএসসিতে আবেদনের জন্য আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে।

সর্বপ্রথম আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার দিয়ে গুগল ক্রম কিংবা অন্য সার্চ ইঞ্জিনে গিয়ে https://powergrid.teletalk.com.bd/

লিখে সার্চ করতে হবে।

৯৯ পদে পাওয়ার গ্রেড বাংলাদেশ পিএলসি আবেদন ১ম ধাপ
“৯৯ পদে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি আবেদন ১ম ধাপ”

এরপর Application Form (Click here to Apply Online) এ ক্লিক করতে হবে।

পাওয়ার গ্রেড বাংলাদেশ পিএলসিতে ৯৯ পদে আবেদন ২য় ধাপ
“পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে ৯৯ পদে আবেদন ২য় ধাপ”

এরপর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিলেক্ট করতে হবে। যদি আপনি অন্য পদে আবেদন করেন তাহলে সেই পদটি সিলেক্ট করবেন।

পাওয়ার গ্রেড বাংলাদেশ পিএলসিতে আবেদন ৩য় ধাপ
“পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে আবেদন ৩য় ধাপ”

যদি আপনার কাছে টেলিটক প্রিমিয়ার নাম্বার থাকে তাহলে আপনি YES সিলেক্ট করবেন, সাধারণত বেশিরভাগ মানুষের কাছেই প্রিমিয়ার নাম্বার না থাকার কারণে আমরা NO সিলেক্ট করলাম।

পাওয়ার গ্রেড বাংলাদেশ পিএলসিতে আবেদন ৪র্থ ধাপ
“পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে আবেদন ৪র্থ ধাপ”

এরপর আবেদনকারীর নাম বাংলায় এবং ইংরেজিতে, আবেদনকারীর পিতা-মাতার নাম বাংলায় ও ইংরেজিতে, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, লিঙ্গ, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মনিবন্ধন নম্বর, পাসপোর্ট থাকলে পাসপোর্ট নম্বর, বৈবাহিক অবস্থা, মোবাইল নাম্বার, ই-মেইল, কোটা এবং ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে।

পাওয়ার গ্রেড বাংলাদেশ পিএলসিতে ৯৯ পদে আবেদন ৫ম ধাপ
“পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে ৯৯ পদে আবেদন ৫ম ধাপ”

এরপর আবেদনকারীর বর্তমান ঠিকানা তথা গ্রাম/রাস্তা, জেলা, উপজেলা, পোস্ট কোড, পোস্ট অফিস পূরণ করতে হবে। স্থায়ী ঠিকানা এক হলে Same as present সিলেক্ট করতে হবে।

এরপর প্রার্থীর এসএসসি পরীক্ষার রোল নম্বর, গ্রুপ, বোর্ড রেজাল্ট পাশের বছর পূরণ করতে হবে। একইভাবে এইচএসসির তথ্য পূরণ করতে হবে। এরপর অনার্সের তথ্য পূরণ করতে হবে।

99 vanacy on Power Grid Bangladesh PLC Application Last Step
“99 vanacy on Power Grid Bangladesh PLC Application Last Step”

এরপর মাস্টার্সের তথ্য পূরণ করতে হবে। যদি আপনার কোন পূর্ব অভিজ্ঞতা কিংবা দক্ষতা থেকে থাকে তাহলে সেগুলো সঠিকভাবে পূরণ করতে হবে।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং সেই তথ্য পূরণ করতে হবে। এছাড়াও আপনি কোন ডিপার্টমেন্টের প্রার্থী সেটাও পূরণ করতে হবে। এরপর ভেরিফিকেশন কোড পূরণ করে সাবমিট দিতে হবে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি আবেদনের শর্তাবলী

  • যারা সম্প্রতি পরীক্ষা অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি বা পরীক্ষার ফলাফল প্রকাশ হয়নি তাদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন নেই।
  • বৈদেশিক ইনস্টিটিউট হতে ডিগ্রি প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ ইউজিসি বা সরকারের সংশ্লিষ্ট দপ্তর হতে সমতুল্য ডিগ্রির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।
  • শিক্ষা জীবনে কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
  • এছাড়া উল্লেখিত কিছু পদে  সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
  • যেকোনো ধরনের তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির আবেদন ফি

আবেদন ফি (সাধারণ)

  • ক্রমিক নং ১ এর জন্য:টেলিটক এর সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ২২৩ টাকা।
  • ক্রমিক নং ০২-০৫ এর জন্য: টেলিটকের সার্ভিস চার্জসহ অফারতযোগ্য ১৬৮ টাকা।
  • ক্রমিক নং ০৬-০৮ এর জন্য: টেলিটকের সার্ভিস চার্জসহ ফেরতযোগ্য ৫৬ টাকা।

আবেদন ফি (অনগ্রসর নাগরিক)

ক্রমিক নং ০১-০৮ এর জন্য: টেলিটকের সার্ভিস চার্জসহ ফেরতযোগ্য ৫৬ টাকা।

পরামর্শ ও সতর্কতা

পরামর্শ

বাংলাদেশে বর্তমানে চাকরির বাজার অত্যন্ত প্রতিযোগিতামূলক। সেখানে একটি সরকারি চাকরি পাওয়ার জন্য আপনাকে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে অন্যথায় সরকারি চাকরি পাওয়া প্রায় অসম্ভব।

সঠিক তথ্য জানার জন্য আপনাকে https://pgcb.gov.bd/ এই ওয়েবসাইট ভিজিট করতে হবে।

সতর্কতা

বেকারত্বকে পুঁজি করে বর্তমানে নানারকম ফাদ পাতা হচ্ছে। অন্যের কথায় প্ররোচিত হয়ে কোন প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *