বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনীতে ২৮ তম এএমসি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনীতে চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে ২৮ তম এএমসি অফিসার-এর ৯ টি পদে অনির্ধারিত সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৪ মার্চ ২০২৫ থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে ৩ মে ২০২৫ পর্যন্ত।

বাংলাদেশ সেনাবাহিনীতে ২৮ তম এএমসি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

দেশ রক্ষার কাজে নিয়োজিত থাকা এক মহান পেশা, আর সেটা যুবকদের দ্বারাই সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন অফিসার পদে ১৩ মার্চ ২০২৫ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এটি সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি নয়। এই বিজ্ঞপ্তি অনুযায়ী স্পেশাল পারপাসে ২৮তম DSSC – AMC পদে পুরুষ ও মহিলা প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। এটি মূলত সশস্ত্র বাহিনীতে চিকিৎসা সেবা সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি।

এজন্য প্রধান শর্ত হচ্ছে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে এবং বয়স সর্বোচ্চ ৪০ বছর বা তার নিচে থাকতে হবে।

এফসিপিএস, এফআরসিএস, এমএস, এমডি অথবা সমমান, যা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) কর্তৃক স্বীকৃত, যোগ্যতা অবশ্যই থাকতে হবে।

আপনি যদি এমন ডিগ্রিধারী হয়ে থাকেন, তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে চিকিৎসা সেবা প্রদানের জন্য এই আকর্ষণীয় পদে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে নিয়োগের এক নজরে সকল তথ্যসমূহ

বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সমস্ত তথ্য আপনার আয়ত্তের সুবিধার্থে এখানে উপস্থাপন করা হয়েছে, যেখানে আপনি এক নজরে সমস্ত তথ্য দেখে নিতে পারবেন।

করেছি।

সেক্টর বাংলাদেশ সেনাবাহিনী
চাকরির ধরণ ডিফেন্স
পদসংখ্যা অনির্ধারিত
বয়সসীমা অনুর্ধ্ব ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী
আবেদন শুরু চলমান
আবেদনের শেষ তারিখ ৩ মে ২০২৫
আবেদনের লিংক Bangladesh Army

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগের অফিসার পদসমূহ

১৩ মার্চ ২০২৫ বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন অফিসার হিসেবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট নয়টি পদের উল্লেখ করা হয়েছে, যেমন-

  • এন্ডোক্রাইনোলজিস্ট (Endocrinologist)
  • কার্ডিওলজিস্ট (Cardiologist)
  • নিউরো মেডিসিন বিশেষজ্ঞ (Neuro Medicine Specialist)
  • ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ (Internal Medicine Specialist)
  • কোলোরেক্টাল সার্জন (শুধুমাত্র মহিলা) (Colorectal Surgeon – Female Only)
  • কার্ডিয়াক সার্জন (Cardiac Surgeon)
  • বার্ন ও প্লাস্টিক সার্জন (Burn and Plastic Surgeon)
  • গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট (Gastroenterologist)
  • নেফ্রোলজিস্ট (Nephrologist)
বাংলাদেশ সেনাবাহিনীতে ২৮ তম এএমসি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
“বাংলাদেশ সেনাবাহিনীতে ২৮ তম এএমসি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫”

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নয়টি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে।

আলোচনার শুরুর দিকে উল্লেখ করেছি, এই পদগুলোতে আবেদন করার জন্য যেকোনো প্রার্থীর অবশ্যই এফসিপিএস, এফআরসিএস, এমএস, এমডি অথবা সমমান, যা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) কর্তৃক স্বীকৃত, যোগ্যতা থাকতে হবে।

এছাড়াও, পদভেদে বিশেষজ্ঞ চিকিৎসকগণ আবেদন করতে পারবেন, যেমন-

Endocrinologist Colorectal Surgeon (Female Only)
Cardiologist Cardiac Surgeon
Neuro Medicine Burn and Plastic Surgeon
Internal Medicine Gastroenterologist

বাংলাদেশ সেনাবাহিনীতে এএমসি পদে শারীরিক যোগ্যতা

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করার জন্য যেমন শারীরিক যোগ্যতা রয়েছে, তেমনি বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানের জন্য একজন চিকিৎসক হিসেবে আবেদন করতে হলেও ন্যূনতম কিছু শারীরিক যোগ্যতা রয়েছে।

নিচের টেবিলে শারীরিক যোগ্যতা হিসেবে পুরুষ ও মহিলা প্রার্থীদের উচ্চতা, ওজন এবং বুকের ন্যূনতম মাপ উল্লেখ করা হয়েছে।

শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থী মহিলা প্রার্থী
উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) ১.৫২ মিটার (৫ ফুট ০ ইঞ্চি)
ওজন* ৫৯ কিলোগ্রাম (১৩০ পাউন্ড) ৪৯ কিলোগ্রাম (১০৯ পাউন্ড)
বুক স্বাভাবিক- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার), প্রসারণ- ৩২ ইঞ্চি (০.৮১ মিটার) স্বাভাবিক- ২৮ ইঞ্চি (০.৭১ মিটার), প্রসারণ- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার)

তবে, উচ্চতা এবং বয়স অনুযায়ী সশস্ত্র বাহিনীর নির্ধারিত ওজনের মধ্যে থাকতে হবে। অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন।

অন্যান্য শর্তসমূহ

বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে শারীরিক ও শিক্ষাগত যোগ্যতা ছাড়া আরও বিভিন্ন শর্ত রয়েছে, যেমন—

  • জন্মসূত্রে বাংলাদেশী হতে হবে, বিবাহিত হলে সমস্যা নেই।
  • পূর্বে যেকোনো ধরনের ডিফেন্স বা সরকারি চাকরি থেকে অপসারিত বা বরখাস্ত হওয়া যাবে না।
  • দ্বৈত নাগরিকত্ব বা বাংলাদেশ ছাড়াও অন্য যে কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকা যাবে না।
  • যেকোনো সশস্ত্র বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে আবেদন করা যাবে না।
  • এছাড়াও, চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি যদি ২.৫ ডাইঅপ্টারের বেশি হয় এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টারের বেশি হয়, তাহলেও প্রার্থী আবেদন করতে পারবেন না।

বাংলাদেশ সেনাবাহিনীতে এএমসি পদে আবেদনের নিয়ম

বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী ৩ মে ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার জন্য নিম্নোক্ত প্রক্রিয়া অনুসরণ করুন-

  • প্রথমে ভিজিট করুন Join Bangladesh Army ওয়েবসাইটে।
  • ওয়েবসাইটে প্রবেশ করার পর বিভিন্ন কোর্স দেখতে পাবেন। এখান থেকে “Current Circulars” সেকশন থেকে “28TH DSSC (SPECIAL PURPOSE) – AMC” ক্যাটাগরিতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদগুলো দেখতে পারবেন।
বাংলাদেশ সেনাবাহিনীতে এএমসি পদে আবেদনের নিয়ম
“বাংলাদেশ সেনাবাহিনীতে এএমসি পদে আবেদনের নিয়ম – ১ম ধাপ”
  • সংশ্লিষ্ট পদের ডান পাশে “Apply Now” নামে একটি বাটন থাকবে। আপনি যে পদে আবেদন করতে চান, সেটির পাশে থাকা “Apply Now” বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনাকে যোগ্যতা যাচাই (Eligibility Check) করতে হবে। এখানে আপনাকে মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।
Bangladesh Army AMC Job Application 2025 - শেষ ধাপ
“Bangladesh Army AMC Job Application 2025 – শেষ ধাপ”
  • সব তথ্য দেওয়ার পর “Check Eligibility” বাটনে ক্লিক করুন।
  • যদি শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আপনি যোগ্য (Eligible) হয়ে থাকেন, তাহলে পরবর্তী ধাপে শারীরিক যোগ্যতা যাচাই করা হবে।
  • শারীরিক যোগ্যতার শর্ত পূরণ করলে আবেদন সম্পন্ন করতে আপনাকে ফি প্রদান করতে হবে।
  • ২৮তম DSSC (Special Purpose) – AMC পদে আবেদন করতে হলে অনলাইন রেজিস্ট্রেশন ফি ও আবেদন ফি বাবদ ২০০০ টাকা জমা দিতে হবে।
  • ফি জমা দেওয়া যাবে যেকোনো ব্যাংক অ্যাকাউন্টের কার্ড বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।
  • ফি জমা দেওয়ার পর আবেদনপত্রের প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদনপত্র সাবমিট করুন।
  • আবেদন সম্পন্ন হলে আবেদনপত্রের একটি কপি প্রিন্ট করুন, যা পরবর্তীতে প্রাথমিক বাছাই পর্বে প্রয়োজন হবে।

প্রার্থী কিভাবে নির্বাচন করা হয়?

বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারসহ অন্য যেকোনো পদে সুনির্ধারিত প্রার্থী নির্বাচন পদ্ধতি অনুসরণ করা হয়।

  • প্রাথমিকভাবে শারীরিক ও শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে বাছাই হওয়ার পর, স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা ১২ থেকে ১৪ মে ২০২৫ তারিখে ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।
  • মৌখিক পরীক্ষার সময় পরীক্ষার মূল সার্টিফিকেট ও মার্কশিট নিয়ে যেতে হবে। এই পদগুলোতে নিয়োগের জন্য আইএসএসবি পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নেই। পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে এসএমএস ও টেলিফোনের মাধ্যমে জানানো হবে। পাশাপাশি, বাংলাদেশ আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।
  • লিখিত পরীক্ষায় নির্বাচিত হলে, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় নির্বাচিত হয়ে গেলে, প্রার্থী তার নির্দিষ্ট পদে যোগদান করতে পারবে।

সম্ভাব্য যোগদানের তারিখ ২৬ জুন ২০২৫, তবে এটি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন হতে পারে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *