বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। নদীকে কেন্দ্র করেই এদেশের কৃষি,শিল্প ও ব্যবসা-বাণিজ্য গড়ে উঠেছে।
নদী গবেষণা ইনস্টিটিউট থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন শুরু হয়েছে ১৫ এপ্রিল ২০২৫ সকাল ১০:০০ টায়। আবেদন শেষ হবে ১৫ মে ২০২৫ বিকেল ৫:০০ টায়।
১৫ পদে নদী গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
১৫ পদে নদী গবেষণা ইনস্টিটিউট থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি জাতীয় স্কেল অনুযায়ী নবম গ্রেড (২২০০০-৫৩০৬০)।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত নদী গবেষণা ইনস্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ১৫ জন নিয়োগ দিবে। প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
নদী গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং যাবতীয় তথ্যাবলী সম্পর্কে আমরা আলোচনা করবো।
নদী গবেষণা ইনস্টিটিউট সম্পর্কে প্রয়োজনীয় তথ্যসমূহ
নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর জেলায় অবস্থিত। নদী গবেষণা ইনস্টিটিউট সম্পর্কে প্রয়োজনীয় তথ্যসমূহ আমরা একটি টেবিলের মাধ্যমে উপস্থাপন করবো:
সেক্টর | নদী গবেষণা ইনস্টিটিউট |
চাকরির ধরণ | সরকারি |
মোট পদ | ১৫ টি |
বয়সসীমা | ১৮-৩২ বছর |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক বা সমমান পাস |
আবেদন শুরু | ১৫ এপ্রিল ২০২৫ |
আবেদনের শেষ তারিখ | ১৫ মে ২০২৫ |
আবেদনের লিংক | https://rri.teletalk.com.bd/ |
অফিসিয়াল ওয়েবসাইট | https://rri.gov.bd/ |
নদী গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তির পদসমূহ
নদী গবেষণা ইনস্টিটিউট মূলত পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। নদী গবেষণা ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ২৭ মার্চ ২০২৫ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। নিচে আমরা বৈজ্ঞানিক কর্মকর্তা পদে বেতন স্কেল,যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করবো।
বৈজ্ঞানিক কর্মকর্তা
- বেতন স্কেল: গ্রেড ৯ (২২০০০-৫৩০৬০)
- পদ সংখ্যা: ১৫ টি
- বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পুরকৌশল, তড়িৎ কৌশল, যন্ত্র কৌশল, পানি সম্পদ কৌশল, কৃষি ইঞ্জিনিয়ারিং, রিভার ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলিক্স,হাইড্রলজি, ইনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণি বা সম্মানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি।
অথবা, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, গণিত, ফলিত গণিত, মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বা অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রীসহ অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
- মন্তব্য: জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দের প্রজ্ঞাপন অনুযায়ী কোটা নির্ধারণ হবে।



নদী গবেষণা ইনস্টিটিউট চাকরির আবেদন পদ্ধতি
নদী গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের অধিভুক্ত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের মতোই নদী গবেষণা ইনস্টিটিউটে আবেদনের জন্য আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে।
বর্তমানে বাংলাদেশের সকল মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানেই অনলাইনের মাধ্যমে আবেদন করা হয়। অনলাইন ছাড়া কোন আবেদন পত্র-ই গ্রহণ করা হয় না।
নদী গবেষণা ইনস্টিটিউটে আবেদনের জন্য সর্বপ্রথম আপনাকে গুগল ক্রোম বা যে কোন ব্রাউজারে ঢুকে সার্চ অপশনে গিয়ে https://rri.teletalk.com.bd/
লিখে সার্চ করতে হবে।

এরপর Ongoing Circular এ ক্লিক করতে হবে।

এরপর Application Form (Click here to Apply Online) এখানে ক্লিক করতে হবে।

এরপর বৈজ্ঞানিক কর্মকর্তা পদে সিলেক্ট করে নেক্সট ক্লিক করতে হবে।

যদি আপনার কাছে টেলিটক প্রিমিয়াম নাম্বার থাকে তাহলে আপনি YES সিলেক্ট করবেন, আর যদি আপনার কাছে প্রিমিয়াম নাম্বার না থাকে তাহলে NO সিলেক্ট করবেন। সাধারণত বেশিরভাগ মানুষের কাছেই প্রিমিয়াম নাম্বার থাকে না তাই আমরা NO সিলেক্ট করলাম।

আবেদনপত্রে আপনার নাম বাংলায় ও ইংরেজিতে, পিতা-মাতার নাম বাংলায় ও ইংরেজিতে, জন্ম-তারিখ, জাতীয়তা, ধর্ম, লিঙ্গ, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মনিবন্ধন সনদের নম্বর, পাসপোর্ট থাকলে পাসপোর্ট নম্বর, বৈবাহিক অবস্থা, মোবাইল নাম্বার, ই-মেইল, কোটা এবং ডিপার্টমেন্ট পূরণ করতে হবে।

এরপর আপনার বর্তমান ঠিকানা তথা গ্রাম/রাস্তা, জেলা উপজেলা পোস্ট কোড পোস্ট অফিস পূরণ করতে হবে। যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হয় তাহলে same as present address পূরণ করতে হবে।
এরপর আপনার এস এস সি পরীক্ষার রোল নং, বিভাগ, বোর্ড, রেজাল্ট এবং পাশের বছর পূরণ করতে হবে। একইভাবে এইচএসসি পরীক্ষার সকল তথ্য পূরণ করতে হবে।
এরপর আপনার স্নাতক পরীক্ষার বিষয়, বিশ্ববিদ্যালয়, রেজাল্ট, কোর্সের সময়সীমা, পাশের বছর পূরণ করতে হবে। যদি আপনি স্নাতকোত্তর পাস করে থাকেন তাহলে একইভাবে তথ্য পূরণ করতে হবে।

যদি আপনার পূর্বে কোনো প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে সেই প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, আপনি কোন পদে চাকরি করেছেন, কত দিন বা মাস বা বছর চাকরি করেছেন এ বিষয়ে যাবতীয় তথ্য পূরণ করতে হবে। এর ভেরিফিকেশন কোড পূরণ করে সাবমিট করতে হবে।
নদী গবেষণা ইনস্টিটিউটে চাকরি আবেদনের শর্তাবলী
- চাকরিপ্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য https://rri.teletalk.com.bd/এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
- আবেদনপত্রে প্রাপ্ত ইউজার আইডি অনলাইন আবেদনপত্র সাবমিট এর সময় থেকেই পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
- অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর ( দৈর্ঘ্য ৩০০× ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
- অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে সতর্কতা বাবদ কয়েকবার চেক করে নিতে হবে।
- অনলাইনে পূরণকৃত আবেদনপত্রটির রঙিন কপি প্রিন্ট করে নিজের সঙ্গে রাখবেন যা সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে।
নদী গবেষণা ইনস্টিটিউট চাকরি আবেদনের পেমেন্ট পদ্ধতি
নদী গবেষণা ইনস্টিটিউট চাকরির আবেদনপত্রে প্রত্যেক প্রার্থীকে একটি ইউজার আইডি দেওয়া হবে। এই ইউজার আইডি ব্যবহার করে যে কোন টেলিটক প্রিপেইড-মোবাইল নাম্বার এর মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকা সহ মোট ২২৩ টাকা ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন।
প্রথম এসএমএস:
RRI<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: RRI ABCDEF
Reply: Applicant’s Name, Tk-223/112 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type RRI<Space>PIN লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে।
দ্বিতীয় এসএমএস:
RRI<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: RRI YES 12345678
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for a application for post (xxxxxxx) User ID is (ABCDEF) and password (xxxxxxxxx)
ইউজার আইডি জানা না থাকলে করণীয়:
RRI<space>Help<space>User<space>User ID & Send to 16222.
Example: RRI Help User ABCDEF & send to 16222.
পিন জানা না থাকলে করণীয়:
RRI<space>Help<space>PIN<space> PIN No & Send to 16222.
Example: RRI Help PIN 12345678 & send to 16222.
শেষ কিছু পরামর্শ ও সতর্কতা
পরামর্শ:
বাংলাদেশে বর্তমানে চাকরির বাজার অত্যন্ত প্রতিযোগিতামূলক। সেখানে একটি সরকারি চাকরি পাওয়া যেন সোনার হরিণ। যদি আপনার কাঙ্খিত যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই উক্ত পদে আবেদন করবেন।
এই চাকরিটি পেলে, নবম গ্রেডের চাকরি হওয়ায় আপনি প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত। সরকারি চাকরি শুধুমাত্র একটি চাকরিই নয় এটি আপনার এবং আপনার পরিবারের জন্য একটি নিশ্চয়তা।
সতর্কতা:
আবেদন করার পূর্বেই সকল প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখতে হবে। যদি কোন কাগজপত্রে ভুলভ্রান্তি কিংবা অনলাইন করা না থাকে তাহলে দ্রুত সেই সমস্যাগুলো সমাধান করতে হবে।
অন্যথায় আপনি সবদিক থেকে যোগ্য হলেও এই চাকরি থেকে বঞ্চিত হবেন। একটি কথা মাথায় রাখতে হবে কোন প্রকার জালিয়াতি, মিথ্যা, ভুয়া কিংবা অসদুপায় অবলম্বন থেকে সবসময় দূরে থাকতে হবে।