বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

৪০০ পদে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

বাংলাদেশ নৌবাহিনীতে আবারও ৪০০ পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন ইতোমধ্যেই শুরু হয়েছে, যা চলবে ১২ এপ্রিল ২০২৫ পর্যন্ত।

আবেদন করার জন্য শুধুমাত্র ৩০০ টাকা জমা দিতে হবে, তবে যাদের বয়স ২২ এর উপরে, তারা আবেদন করতে পারবেন না।

বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য, আবেদনের নিয়ম, আবেদনের ফি জমাদানের নিয়ম এবং অন্যান্য যোগ্যতা ও শর্তাবলী সংক্রান্ত বিস্তারিত সবকিছু এখানে ধাপে ধাপে আলোচনা করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

বাংলাদেশ নৌবাহিনী কথাটা শুনলেই কেমন যেন আকর্ষণীয় একটা অনুভূতি আসে মনের মধ্যে। দেশ সেবার সুযোগ, নেতৃত্বের চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জন করতে বাংলাদেশ নৌবাহিনীর বিকল্প নেই।

আমি নিজেও বাংলাদেশ নৌবাহিনীতে আবেদনের জন্য প্রচুর আগ্রহী ছিলাম, কিন্তু ২২ বছর পেরিয়ে যাওয়ার কারণে আর আবেদন করার সুযোগ নেই।

আপনি যদি ১ জুলাই ২০২৫ অনুযায়ী ২১ কিংবা ২২ বছরের নিচে থাকেন, তাহলে অবশ্যই এই সুযোগ গ্রহণ করতে পারেন। ভাগ্য সহায় থাকলে বিশাল এই ৪০০ পদের নিয়োগের মধ্যে আপনারও তো একটা সিট লেখা থাকতে পারে, তাই নয় কি?

বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করতে হলে প্রথমে নাবিক ও এমওডিসি পদে ভর্তি হতে হয়। ভর্তির পর, যদি আপনি নিজেকে উপযুক্ত ও যোগ্য হিসেবে প্রমাণ করতে পারেন, তাহলে এই সেক্টরে আপনার চাকরি মিলবে।

বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে, যেমন-

আকর্ষণীয় বেতন ও ভাতা, বিনামূল্যে ইউনিফর্ম, থাকা-খাওয়া ও চিকিৎসার সুবিধা, পাশাপাশি পারিবারিক রেশন সুবিধা রয়েছে। চাকরিকালীন পদোন্নতির সুযোগ রয়েছে। নিরাপদ ও মনোরম পরিবেশে সুসজ্জিত বাসস্থানের সুবিধা রয়েছে, যেখানে পরিবার নিয়ে থাকতে পারবেন। সামরিক হাসপাতালসমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা রয়েছে, এবং সেই সঙ্গে রয়েছে আর্থিক স্বচ্ছলতা অর্জনের সুযোগ।

চলুন, বাংলাদেশ নৌবাহিনীর এই বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই- আবেদনের জন্য কী কী শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা থাকতে হবে, কোন ডকুমেন্ট উপস্থাপন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি।

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

চলুন, প্রথমেই আপনাকে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিশাল তথ্য এক নজরে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। নিচের টেবিলে সকল তথ্যের সারসংক্ষেপ উল্লেখ করেছি।

সেক্টর বাংলাদেশ নৌবাহিনী
চাকরির ধরণ ডিফেন্স
পদসংখ্যা ৪০০ টি
বয়সসীমা ১৭-২২ বছর
শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি থেকে এসএসসি পাস
আবেদন শুরু চলমান
আবেদনের শেষ তারিখ ১২ এপ্রিল ২০২৫
আবেদনের লিংক Bangladesh Navy

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগের পদ সম্পর্কে তথ্যসমূহ

বাংলাদেশ নৌবাহিনীর এই বিজ্ঞপ্তি অনুযায়ী মূলত নাবিক ও এমওডিসিসহ ৯টি পদে মোট ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ নৌবাহিনীর এই পদ সম্পর্কে বিস্তারিত, যেমন- শারীরিক যোগ্যতা, অযোগ্যতা, অন্যান্য শর্তাবলী এবং প্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদি জানা দরকার। এগুলো আমি নিচে ধাপে ধাপে উল্লেখ করেছি।

১. ডিই/ইউসি

  • পদ সংখ্যা: ২৮৫টি
  • শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে ন্যূনতম এসএসসি বা সমমান কিংবা ভোকেশনাল থেকে উত্তীর্ণ হতে হবে এবং কমপক্ষে ৩.৫০ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ হতে হবে। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভস সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

২. পেট্রোলম্যান

  • পদ সংখ্যা: ১২টি
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব পয়েন্টে উত্তীর্ণ হতে হবে।

৩. রাইটার

  • পদ সংখ্যা: ১৮টি
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব পয়েন্টে উত্তীর্ণ হতে হবে।

৪. স্টোর

  • পদ সংখ্যা: ১৮টি
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব পয়েন্টে উত্তীর্ণ হতে হবে।

৫. মেডিকেল

  • পদ সংখ্যা: ১০টি
  • শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ ৩.৫০ বা তদূর্ধ্ব পয়েন্টে উত্তীর্ণ হতে হবে।

৬. কুক

  • পদ সংখ্যা: ২৫টি
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ ২.৫০ বা তদূর্ধ্ব পয়েন্টে উত্তীর্ণ হতে হবে।

৭. স্টুয়ার্ড

  • পদ সংখ্যা: ১৩টি
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ ২.৫০ বা তদূর্ধ্ব পয়েন্টে উত্তীর্ণ হতে হবে।

৮. টোপাস

  • পদ সংখ্যা: ১২টি
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।

৯. এমওডিসি (নৌ)

  • পদ সংখ্যা: ৭টি
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব পয়েন্টে উত্তীর্ণ হতে হবে।
বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
“বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫”

শারীরিক যোগ্যতা

বাংলাদেশ নৌবাহিনীর যে কোনো পদে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে। এক্ষেত্রে বুকের মাপ ৭৬-৮১ সে.মি. (৩০”-৩২”), সম্প্রসারণ ৫ সে.মি. (২”), ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী নির্ধারণ করা হবে এবং চোখের দৃষ্টি অবশ্যই ৬/৬ হতে হবে।

এছাড়াও, উচ্চতার ক্ষেত্রে পদের ভিত্তিতে ভিন্নতা রয়েছে, যা নিচে উল্লেখ করা হয়েছে-

শাখা উচ্চতা
সিমান ১৭৭.৫ সেমি. (৫’-১০”)
পেট্রোলম্যান ১৭২.৫ সেমি. (৫’-৮”)
অন্যান্য শাখা (কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিক্যাল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস) ১৬২.৫ সেমি. (৫’-৪”)
এমওডিসি (নৌ) ১৭৭.৫ সেমি. (৫’-১০”)

অন্যান্য শর্তাবলী

বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতার পাশাপাশি অন্যান্য বিশেষ শর্ত রয়েছে, যেমন—

  • অবশ্যই বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে,
  • সাঁতার জানা থাকতে হবে,
  • অবিবাহিত হতে হবে,
  • নাবিকের ক্ষেত্রে বয়স ১৭ থেকে ২০ বছর হতে হবে,
  • এমওডিসি পদের ক্ষেত্রে বয়স ১৭ থেকে ২২ বছর হতে হবে।

তবে, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যদি কোনো প্রার্থী গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে বিচারাধীন থাকেন, কিংবা যেকোনো ধরনের ডিফেন্স জব বা সরকারি চাকরি থেকে অপসারিত/বহিষ্কৃত হন, সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করেন অথবা দ্বৈত নাগরিকত্ব থাকে, তাহলে উক্ত প্রার্থী অযোগ্য হিসেবে বিবেচিত হবে।

বাংলাদেশ নৌবাহিনীতে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র

বাংলাদেশ নৌবাহিনীতে ভর্তির আবেদন করার জন্য, যদি আপনি উপরে উল্লেখিত শর্তাবলী পূরণ করতে পারেন, তাহলে আবেদনের জন্য নিচে উল্লেখিত সনদপত্রগুলো ভর্তির সময় জমা দিতে হবে।

  • এসএসসি পাশের মূল সনদপত্র অথবা রেজাল্ট প্রকাশ হওয়ার পর শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত সাময়িক সনদপত্র,
  • এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড এবং প্রশংসাপত্র। তবে, যারা এই সনদপত্রগুলোর মূল কপি জমা দিতে ব্যর্থ হবেন, তারা
  • ভর্তি হওয়ার সময় প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি জমা দিতে পারবেন। তবে, প্রশিক্ষণের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে,
  • অষ্টম শ্রেণি পাস প্রার্থীদের ক্ষেত্রে স্কুল থেকে প্রাপ্ত মূল সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে,
  • নিজ এলাকার ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা ওয়ার্ড কাউন্সিল থেকে প্রাপ্ত জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র প্রয়োজন হবে,
  • জন্ম নিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
  • অভিভাবকের সম্মতিপত্র, যা ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিল থেকে প্রত্যয়িত হতে হবে,
  • আবেদনকারীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ১৫ কপি ছবি, পিতার এক কপি এবং মাতার এক কপি। উক্ত ছবিগুলো অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে,
  • কোনো প্রার্থী যদি ইতোমধ্যে কোনো চাকরিতে যোগদান করে থাকেন, তাহলে নিয়োগকারী কর্তৃপক্ষ থেকে ছাড়পত্র নিয়ে আসতে হবে।

বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করার নিয়ম

উপরে উল্লিখিত সমস্ত যোগ্যতা ও শর্তাবলী যদি পূরণ করতে পারেন, তাহলে এখন আপনার আবেদন করার পালা। আবেদন কিভাবে করবেন, সেটাও আমি নিচে উল্লেখ করেছি। এটি অনুসরণ করে আপনি নিজেও আবেদন করতে পারবেন। চলুন, ধাপে ধাপে আবেদন পদ্ধতি দেখে নেওয়া যাক।

  • আবেদন করার জন্য ভিজিট করুন Join Bangladesh Navy ওয়েবসাইটে। এখানে অফিসার এবং নাবিক দুটি সেকশন রয়েছে। আপনি কোনটিতে আবেদন করতে চান, তার নিচে Apply Now বাটনে ক্লিক করুন।
বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করার ‍নিয়ম - ১ম ধাপ
“বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করার ‍নিয়ম – ১ম ধাপ”
  • পরবর্তী ৩টি ধাপে আপনি আবেদনের যোগ্য কিনা, সেটি যাচাই করা হবে। এখানে প্রথম ধাপে আপনার শারীরিক যোগ্যতার তথ্যসমূহ প্রদান করতে হবে।
বাংলাদেশ নৌবাহিনীতে কিভাবে আবেদন করতে হয় - ২য় ধাপ
“বাংলাদেশ নৌবাহিনীতে কিভাবে আবেদন করতে হয় – ২য় ধাপ”
  • শারীরিক যোগ্যতা ঠিক থাকলে পরবর্তী ধাপে আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য প্রদান করতে হবে। এটিতেও উত্তীর্ণ হলে শেষ ধাপে পজিশনসহ অন্যান্য তথ্য প্রদান করতে হবে।
বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির আবেদনের পদ্ধতি - ৩য় ধাপ
“বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির আবেদনের পদ্ধতি – ৩য় ধাপ”
  • এগুলো যাচাই করা হয়ে গেলে আবেদন ফরমে স্বয়ংক্রিয়ভাবে সমস্ত তথ্যগুলো সেভ হয়ে যাবে।
  • এরপর আপনার কাজ হবে আবেদনের জন্য পেমেন্ট সম্পন্ন করা। আপনি ভিসা, মাস্টারকার্ড বা মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) ব্যবহার করে ৩০০ টাকা প্রদান করতে পারবেন।
  • পেমেন্ট হয়ে গেলে আবেদন ফরম চলে আসবে। এখানে আবেদনপত্রটিতে প্রয়োজনীয় তথ্য প্রদান করে সাবমিট করতে হবে।
  • আবেদনপত্রটি সাবমিট হয়ে গেলে এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
  • পরবর্তীতে নির্দিষ্ট কেন্দ্রে নির্ধারিত তারিখ ও সময়ে আবেদনপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে।

নৌবাহিনীতে অনলাইনে আবেদন করার পর করণীয়

বাংলাদেশ নৌবাহিনীর যেকোনো পদে অনলাইনে আবেদন করার পর বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল আটটায় বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হতে হবে।

Bangladesh Navy Job Circular - পরিক্ষা কেন্দ্র
“Bangladesh Navy Job Circular – পরিক্ষা কেন্দ্র – ১ম পাতা”
Bangladesh Navy Job
“Bangladesh Navy Job Circular – পরিক্ষা কেন্দ্র – ২য় পাতা”
Navy Job Application Online
“Bangladesh Navy Job Circular – পরিক্ষা কেন্দ্র – শেষ পাতা”

যারা কাগজপত্র অনুযায়ী নির্বাচিত হবে, তাদেরকে ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের উপর লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের স্বাস্থ্য পরীক্ষাসহ মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে গেলে পদায়ন হবে।

বাংলাদেশ নৌবাহিনী যোগাযোগের তথ্য

যেকোনো প্রয়োজনে বা বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ সংক্রান্ত কোনো কিছু জানার জন্য আপনি নিচের যোগাযোগের তথ্য অনুযায়ী যেকোনো সময় যোগাযোগ করতে পারবেন।

  • ঠিকানা: পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা ১২১৩
  • ফোন: 02-9836141-9 (বর্ধিত 2215)
  • হেল্প লাইন: 09613462215 (৮.০০ থেকে ১৪.৩০), ০১৭৬৯৭০২২১৫ (৮.০০ থেকে ২.০০)
  • ওয়েবসাইট: www.joinnavy.navy.mil.bd

বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির ক্ষেত্রে সতর্কতা

বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করার প্রতি জোর তাগিদ দেওয়া হয়েছে। বিভিন্ন দালাল বা প্রতারক চক্র আপনাকে চাকরি দেওয়ার জন্য প্রণোদনা দিতে পারে এবং আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে।

এ ক্ষেত্রে, বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখিত বিজ্ঞপ্তি অনুযায়ী নৌবাহিনীর চাকরি শুধুমাত্র যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার মাধ্যমে হয়ে থাকে। এখানে কোনো প্রকার ঘুষ বা তদবিরের মাধ্যমে চাকরি অর্জন করা সম্ভব নয়।

এজন্য বাংলাদেশ নৌবাহিনী কর্তৃপক্ষ কর্তৃক যথাসম্ভব সচেতন থাকার জন্য বিশেষভাবে জোর দেওয়া হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *